স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্রদের জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জনআকাক্সক্ষার কথা নিয়ে আসতে ও সকল শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং রাষ্ট্রীয় সেবা সম্পর্কিত তাদের অভিমত জানতে জনসংযোগ কার্যক্রম চালানো হয়েছে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আলোচনা ও জনসাধারণের সাথে মতবিনিময় এবং জনসংযোগ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ জনসংযোগে সাধারণ জনগণ রাষ্ট্রীয় সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সম্পর্কে তাদের প্রত্যাশার বিষয়ে খোলা-মেলা আলোচনায় অংশ গ্রহণ করে। এ কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি, পদ্মবিলা, শঙ্করচন্দ্র, তিতুদহ ও কুতুবপুর ইডনিয়নে জনসংযোগ করা হয়। এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম হোসেন অর্কো, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, মুখপাত্র তামান্না খাতুন, ফাহিম, রাকিব, কাফি, মাহিন, নিশাত, সৈকত, মারুফ, আকাশ, সুমন, সাকিব, নাহিদ ও তামিমসহ অনেকে।