সরোজগঞ্জ প্রতিনিধি: নাশকতা মামলার আসামি চুয়াডাঙ্গার বসুভা-ারদহের রফিকুল ইসলাম রফিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ আজগর ফরাজী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আ.লীগ নেতা রফিকুল ইসলাম রফিকে (৪৫) বসুভা-ারদহ গ্রামের আজিজুর রহমানের ছেলে। তাকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় কোনো অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত যাতে না হয়; সেই দিক বিবেচনা করেই অভিযান অব্যাহত রাখা হয়েছে। অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করতে চাইলে প্রতিহত করা হবে।