বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বলদিয়া গ্রামে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। ময়না তদন্ত শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের কাজলাপাড়ার আব্দুলের স্ত্রী খোদেজা বেগম (৬০) পারিবারিক কলহের জের ধরে গতকাল রোববার ভোর রাতে বাড়ির পেছনে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। গতকলই বিকেলে নামাজের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করে পরিবারের লোকজন।