চুয়াডাঙ্গার প্রকাশ অটিস্টিক স্কুলে তারা দেবী ফাউন্ডেশনের সিলিং ফ্যান প্রদান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার প্রকাশ অটিস্টিক স্কুলে ৮টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে ফ্যানগুলো তুলে দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

তারা দেবী ফাউন্ডেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই চুয়াডাঙ্গায় একের পর এক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ৮টি সিলিং ফ্যান প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল কর্তৃপক্ষের হাতে ফ্যানগুলো তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, তারা দেবী ফাউন্ডেশনের মাধ্যমে দিলীপ কুমার আগরওয়ালা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। দিলীপ কুমার আগরওয়ালার মতো সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি মানুষের সেবায় হাত বাড়িয়ে দেয়; তাহলে বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষের অনেক উপকার হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা সভাপতি নাজমুল হক স্বপন ও বিশিষ্ট ঠিকাদার ওয়ায়েস কুরুনি টিটু।

খন্দকার আব্দুর রশীদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অটিস্টিক স্কুল প্রকাশের প্রধান শিক্ষক রোকনুজ্জামান টিপু, সহকারী শিক্ষক তাসলিমা খাতুন, নাদিরা পারভীন, জান্নাতুল ফেরদৌস, আফরোজা খাতুন ও আফরিন ফেরদৌসী। অনুষ্ঠানটি পরিচালনা করেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।

 

Comments (0)
Add Comment