স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পদ্মবিলা ও মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন দুটিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির পিঠ এখন দেয়ালে, সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, আপনারা প্রস্তুত হন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান চ‚ড়ান্ত আন্দোলনের ডাক দিবেন, আপনারা গণতান্ত্রিক লড়াইয়ে সাহসী ভ‚মিকা রাখবেন এটাই প্রত্যাশা।
সন্ধ্যায় গাইদঘাট রেলপাড়া মক্তব সংলগ্ন মাঠে মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সমš^য় টিমের সদস্য মো. শমসের আলী। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো শরীফুজ্জামান শরীফ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান লিপ্টন, আবু বক্কর সিদ্দিক আবু, নুর নবী সামদানি, জেলা বিএনপির বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, জেলা ¯ে^চ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের যুগ্মসম্পাদক আব্দুল সালাম বিপ্লব, সহ-সভাপতি সুজন মালিক, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এমএইচ মোস্তফা, সদর থানা বিএনপি নেতা মহাবুল হক মাহাবুব প্রমুখ। ইউনিয়ন বিএনপির সমš^য় টিমের সদস্য মাসুদ রায়হান কাজলের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সমš^য় টিমের সদস্য নূর গনী, সানোয়ার হোসেন, সাইদুর রহমান, জিয়াউর রহমান জিয়া, আতিয়ার রহমান লিটন, ইকরামুল হক ইকরা, যুবদল নেতা শিপলু, রিংকু, ¯ে^চ্ছাসেবক দলের নেতা নজরুল, ছাত্রদল নেতা হৃদয়। সর্বশেষ ওয়ার্ড কমিটি ভোটার এর সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নূর গনি সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগাঠনিক সানোয়ার হোসেন নির্বাচিত হন। এর আগে বিকেলে বেগনগরে কিন্ডারগার্টেন স্কুলেমাঠে পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সমš^য় টিমের সদস্য মো. সালাউদ্দিন। অনুষ্ঠান শেষে সিদ্ধান্ত নেয়া হয় আগামী ২ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি ভোটারের মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হবে।