সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা পদ্মবিলা ইউনিয়নের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল ২০২৪-২৫ অর্থ বছরের বরাদ্দ থেকে টেবিল, চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমের সামনে থেকে বিতরণের উদ্বোধন করা হয়। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মবিলা ইউনিয়নের প্রশাসক এ কে এম আমিনুল। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য রবিউল ইসলাম, মফিজুর রহমান, শাহাজালাল, ওমর ফারুক সুমন, আজিবার রহমান, ইমদাদুল হক, হুমাউন কবির, শরিফা খাতুন, হাসিনা খাতুন, লাইলা বানু ও ডা. রাশেদ প্রমুখ। পদ্মবিলা ইউনিয়ন পরিকল্পনা অফিস ও কমিউনিটি ক্লিনিকে চেয়ার, টেবিল ও ১২জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।