স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামে পাওয়া টাকার চাওয়ায় আব্দুল হান্নান (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। এসময় বৃদ্ধের নিকট থাকা নগদ ৯৮ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে দর্শনা মা ও শিশু কেন্দ্রের সামনে এঘটনা ঘটেছে। আহত বৃদ্ধ আব্দুল হান্নান সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের মৃত নুরুল হকে ছেলে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে।
বৃদ্ধ আব্দুল হান্নান দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, আমার নার্সারী থেকে দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের সিএন্ডবিপাড়ার শরিফুল ২০ হাজার টাকার গাছের চারা কেনেন বাকিতে। আজ বিকেলে বাড়ি ফেরার পথে পাওনা টাকা দেয়ার কথা বলেন শরিফুল, নান্নাসহ অজ্ঞাত কয়েকজন আমাকে ডাক দেয়। এসময় কিছু বোঝার আগে তারা আমাকে রড ও শাবল দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। এসময় আমার কাছে থাকা নার্সারির গাছ বিক্রয়ের ৯৮ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। পরে পুলিশ অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে আটক করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, বৃদ্ধের দুই হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, নার্সারির গাছ কেনার পাওনা টাকাকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধরের এঘটনা ঘটেছে। তবে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা আমার জানা নেই। পুলিশ অভিযুক্ত শরিফুল ইসলাম নামে একজনকে আটক করেছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।