স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নোভেল করোনা ভাইরাস সংক্রমণের হার উল্লেখযোগ্য হারে না বাড়লেও ছোঁয়াছে এই রোগ যে নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে তা স্পষ্ট হয়ে উঠছে ক্রমশ। চুয়াডাঙ্গা জেলা শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও শনাক্ত হচ্ছে কোভিড-১৯ রোগী। শীতের মধ্যে মাস্কপরাসহ সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে না চললে সমাজকে বড় ধরণের খেসারত দিতে হতে পারে। বিষেজ্ঞরা দীর্ঘদিন ধরেই এ আশঙ্কার কথা বলে আসছেন।
চুয়াডাঙ্গায় নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী নতুন ৩ জনকে নিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৪শ ৭৩ জন। শুক্রবার নতুন নমুনা নেয়া হয়নি। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক তথা হাসপাতালে আইসোলেশনে ছিলেন ৭ জন, হোম তথা বাড়িতে আইসোলেশনে ছিলেন ৬৫ জন। নতুন যে ৩ জন শনাক্ত হয়েছেন তাদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা শহরের গুলশানপাড়ার ১জন, আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলার ১জন, দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরের একজন।