স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যানসহ ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। এ ইউনিয়নে আগামী ৭ ফেব্রুয়ারি গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়পত্র জমাদানকারীরা হলেন, চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রাজ্জাক, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১নং ওয়ার্ডে নুরজাহান, ২নং ওয়ার্ডে মেম্বার পদে শাহ আলম ও আমিরুল ইসলাম, ৩নং ওয়ার্ডে আশরাফজ্জামান সানাউল্লাহ, ৪নং ওয়ার্ডে তাহাজ উদ্দিন, ৫নং ওয়ার্ডে কাসেদ আলী এবং ৬নং ওয়ার্ডে শাহার আলী।
তিতুদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হুলিয়ামারী গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী, বড়শলুয়া গ্রামের ফারুক হোসেন এবং হুলিয়ামারী গ্রামের মিজানুর রহমান এবং বলদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া ৩টি সংরক্ষিত মেম্বার পদে ৭ জন এবং ৯টি মেম্বার পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান এবং ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন রয়েছে ২২ জানুয়ারি। ভোটগ্রহণের তারিখ আগামী ৭ ফেব্রুয়ারি। নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ১৬ হাজার ৬২ জন নারী-পুরুষ গোপন ব্যালটে ভোট প্রদান করবেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান।