চুয়াডাঙ্গার টেংরামারী গ্রামে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের টেংরামারী গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে বিপত্তি। পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন নারীর করুণমৃত্যু হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে টেংরামারী গ্রামের আকবর আলীর স্ত্রী ৫ সন্তানের জননী সুফিয়া বেগম (৬২) বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে মৃতের বাড়িতে খবর দেয়। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আনা হয়। পরিবারের লোকজন জানায়, সুফিয়া বেগম বেশকিছু দিন ধরেই প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। আজ বুধবার সকালে লাশের দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

Comments (0)
Add Comment