চুয়াডাঙ্গার গড়াইটুপি থেকে পাখিভ্যান চুরি করে পালানোর সময় চোর আটক : উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপির মেটেরি মেলার মাঠ নামক স্থান থেকে পাখিভ্যান চুরি করে পালানোর সময় সুজন নামের এক চিহ্নিত পাখিভ্যান চোরকে ভ্যানসহ আটক করে স্থানীয় লোকজন। ভ্যান চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সুজন আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বলে স্থানীয়দের নিকট তার পরিচয় প্রদান করে।
জানা যায়, চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি গ্রামের কাউন্সিলপাড়ার আহাম্মদ আলীর ছেলে ওহিদুল ইসলাম গতকাল সকাল ১০টার দিকে তার পাখিভ্যান নিয়ে নিজের ভুট্টা ক্ষেত দেখতে যায়। এ সময় গড়াইটুপি মেলার মাঠে তার পাখিভ্যানটি রেখে ভুট্টার জমিতে যায়। সুযোগ বুঝে পাখিভ্যান চোর সুজন তার ভ্যানটি নিয়ে সটকে পড়ে। এ সময় একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে সাগর হোসেন ওহিদুলের পাখিভ্যানটি দেখে চিনতে পেরে ওহিদুলকে ফোন করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে কালুপোল কেটের মাঠ নামক স্থান থেকে ভ্যানসহ তাকে আটক করে। এ সময় তাকে উত্তম-মাধ্যম দেয় উত্তেজিত জনতা। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পাখিভ্যানটির মালিক ওহিদুল ইসলাম জানান, আমি সকাল ১০টার দিকে পাখিভ্যানটি রাস্তার ওপর রেখে ভুট্টার জমিতে যাই। সুযোগ বুঝে চোর আমার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। ভ্যানটি চুরি করে নিয়ে যাওয়ার সময় সাগর আমার ভ্যানটি দেখে চিনতে পারে। পরে সাগর আমাকে ফোন করার পর আমি চুরির বিষয়টি বুঝতে পারি। পরে লোকজন নিয়ে ধাওয়া করে কেটের মাঠ নামক স্থান থেকে ভ্যানসহ তাকে আটক করা হয়। পরে স্থানীয় তিতুদহ পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ আসতে গড়িমসি করার কারণে চোরকে গড়াইটুপি কাউন্সিল মোড়ে নিয়ে আসলে পরে পুলিশ তাকে গ্রেফতার করে।