স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউপির সাধারণ নির্বাচন এবং আলমডাঙ্গার খাদিমপুর ইউপির উপনির্বাচনে মোট ৭ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল শনিবার মনোনয়নপত্র প্রত্যাহরের শেষদিনে প্রার্থীরা এসব মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এদিকে, চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে আজ। আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ২নং ওয়ার্ডের লিটন আলী ও নুরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সেলিম হোসেন, ৭নং ওয়ার্ডের খাকছার আলী, ৮নং ওয়ার্ডের শরিফুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডের মাসুদ রানা। অপরদিকে, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউপির ৪নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে আব্দুল আওয়াল জোয়ার্দ্দার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।
সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, কাল (আজ) রোববার বেলা ১০টায় জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিকে, আলমডাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনেও আজ প্রতীক বরাদ্দ দেয়া হবে।