গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গড়াইটুপি ইউনিয়নের নবনির্মিত ভবন মাঠ প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন গড়াইটুপি ইউনিয়ন ওলামা দলের সভাপতি সিরাজুল ইসলাম। দর্শনা থানা মৎস্যজীবী দলের সভাপতি ইকলাচ রহমান ও দর্শনা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফের উপস্থিতিতে গড়াইটুপি ইউনিয়ন মৎস্যজীবী দলের সুপার ফাইভয়ের সভাপতি রুবেল হোসেন, সহ-সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক কাফিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আলী ও রুহুল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে সুপার ফাইভের পরিচিতি করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান বাবলু। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, দর্শনা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও তিতুদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইকরামুল হক, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলী, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম মাস্টার, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, দর্শনা থানা কৃষক দলের সদস্য সচিব আবু তিলুয়ার রহমান মুন্না। চুয়াডাঙ্গা পৌর মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন ডিউ, চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের সদস্য আলমগীর বাপ্পি বাবু, দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিত উদ্দিন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন, বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বাদশা, দর্শনা থানা বিএনপির অন্যতম নেতা রিপন লস্কর, দর্শনা থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম, দর্শনা থানা মৎস্যজীবী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার, দর্শনা থানা যুবদলের সদস্য রাজিব হোসেন, গড়াইটুপি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওসমান গনি, বিএনপি নেতা আতিয়ার রহমান, ছাত্রদল নেতা ইয়ামিন, সোলাইমান সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাজুল হক।