চুয়াডাঙ্গার গড়াইটুপিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের পুষ্প কানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পুষ্প কানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গড়াইটুপি ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবিদ আজাদ আকমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল হক, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম, কৃষকদলের সহসভাপতি আহাদ হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নাসির উদ্দীন। এ সময় ইউনিয়নের ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিবৃন্দ ৫৪ টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন পুষ্পকানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.এ.এম জুনায়েদ ও সাখাওয়াত হোসেন এবং শিক্ষক আবু জাফর আলী।