চুয়াডাঙ্গার খেজুরতলায় ফ্রি ফায়ার খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দু’কিশোরকে ছুরিকাঘাতে জখম

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার খেজুরতলা প্রাইমারি স্কুলের সামনে ফ্রি ফায়ার খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুজন কিশোরকে ছুরিকাঘাতে জখমের অভিযোগ উঠেছে কিশোর গ্যাঙের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। ওই ঘটনায় স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের জামালপুর গ্রামের শাহীনের ছেলে রাসিব ও রাহেন উদ্দীনের ছেলে হাসনাইন গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খেজুরতলা প্রাইমারি স্কুলে বেড়াতে যায়। তাদের সাথে ছিলো তাদেরই বন্ধু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের জানআলীর ছেলে সাইম হোসেন। এ সময় ফ্রি ফায়ার খেলা নিয়ে পূর্ব দ্বন্দ্বের জেরে জামালপুর গ্রামের বকুল হোসেনের ছেলে শোভন ও ওহাবের ছেলে সাইমকে মারধর করে। পরে মারামারি ঠেকাতে গেলে রাসিব ও হাসনাইনকে চাকু বা ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে মেরে জখম করে শোভন হোসেন নামের ওই কিশোর। পরে খবর পেয়ে তিতুদহ ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে তাদের অভিযোগ শোনেন। শেষে আহত দু’কিশোরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেছেন তার পরিবারের লোকজন বলে জানিয়েছেন। স্থানীয়রা জানান, যারা মেরেছে ওরা মাদকাসক্ত ও স্থানীয় কিশোর গ্যাঙ নামে পরিচিত।তাদের কর্মকা-ে হাতবাক তারা।