চুয়াডাঙ্গার ক্রীড়াবিদ ওবায়দুল হক জোয়ার্দ্দারের দাফন সম্পন্ন : জানাজায় সাবেক বর্তমান ক্রীড়াবিদের উপস্থিতি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার খ্যাতিমান ক্রীড়াবিদ ওবায়দুল হক জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। গত রোববার রাত পৌনে ১২টায় ঢাকাস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওবায়দুল হক জোয়ার্দ্দার (৭২) ছিলেন চুয়াডাঙ্গা এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক গোলরক্ষক, জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, জেলা অ্যাথলেটিক্স কোচ, চুয়াডাঙ্গা জেলা স্কাউটের সাবেক কাব লিডার এবং এল টি ব্যাজধারী রাজশাহী সরকারি বিপিএড কলেজের প্রাক্তন শিক্ষার্থী। গতকাল সোমবার বাদ জোহর নামাজে জানাজা শেষে চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়েছে।
ওবায়দুল হক জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা জোয়ার্দ্দার পাড়ার ওয়াদ আলী জোয়ার্দ্দারের ৬ ছেলে ও তিন মেয়ের মধ্যে ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি স্ত্রী শফিকুল নাহার জিনিয়া, দু-সন্তান তানজিয়া হক ও তানজিলুল হকসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ৮ টায় মরহুমের মরদেহ চুয়াডাঙ্গা জেলা শহরের ঈদগাঁপাড়ার নিজ বাসভবনে পৌঁছায়। বাদ জোহর চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। এর আগে গত রোববার দুপুরে সংকটাপন্ন অবস্থায় (জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে) ক্রীড়াবিদ ওবায়দুল হক জোয়ার্দ্দারকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের লাইফ সার্পোটে নেয়া হয়। সাবেক এ ক্রীড়াবিদ ওবায়দুল হক জোয়ার্দ্দার বছর দুয়েক আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের জানাজায় চুয়াডাঙ্গার সাবেক বর্তমান ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের উপস্থিতি ছিলো সবচাইতে বেশি। মরহুমের জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মীরা ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর সমাজসেবক সিরাজুল ইসলাম মনি, সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক রেফারি ও আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, নাজমুল হক শান্তি, সাবেক কৃতি ভলিবল খেলোয়াড় ও রেফারী মঞ্জু, জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকসহ মুসল্লীগণ। মরহুমের নামাজে জানাজা ও দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মামুন।