স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কৃতিসন্তান হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলমকে চুয়াডাঙ্গা প্রশাসনের তিন বিভাগের পক্ষে স্বাগত জানানো হয়েছে। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের সন্তান। গতকাল শুক্রবার বিকেল ৩টায় তিনি ট্রেনযোগে চুয়াডাঙ্গা এসে পৌঁছুলে তাকে রেল স্টেশন থেকে চুয়াডাঙ্গা বিচার বিভাগের কর্মকর্তা ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পৌঁছুলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সিনিয়র সহকারী জজ মানিক দাস, পাপিয়া নাগ, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) বেলাল হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তালিম হোসেন, জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা উত্তম দেবনাথ, নাজির মাসুদুজ্জামান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ওসমান গণি প্রমুখ। বিচারপতি কেএম হাফিজুল আলম মুজিবনগর স্মৃতিসৌধ, মেহেরপুর নীল কুঠি পরিদর্শন করবেন। তিনি গ্রামের বাড়ি জীবননগর খয়েরহুদা গ্রামে অবস্থান করবেন এবং ২৬ তারিখ চুয়াডাঙ্গা থেকে ঢাকায় রওনা হবেন।