মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ বাজারে মাক্স বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে এক মাক্স বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি ইন্সপেক্টর আবু জিহাদ ফকরুল আলম খান। মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রতন। জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান ও স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মাক্স বিতরণ কালে জেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদের সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি বলেন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরিধান করে চলাচল করতে হবে। করোনাকালীন কোনভাবে ঘরের বাইরে বের হওয়া যাবেনা। সরকারের দেওয়া বিধি-নিষেধ মেনে চলতে হবে। এছাড়া তিনি করনা ভাইরাসের সংক্রমনের বিভিন্ন দিকনির্দেশনা দেন।