চার ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীকে ১৬ হাজার টাকা জরিমানা

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি অভিযান চালিয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীকে সতর্ককরণসহ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম আন্দুলবাড়িয়া বাজারে তদারকি অভিযানে নামেন। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টানানো, মেয়াদীত্তোর্ণ মালামাল মজুদ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি, বেশী মূল্যে মাংস ও পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত ৪ ব্যবসায়ীর মধ্যে ইনা মাংস বিক্রির দোকানের স্বত্ত্বাধিকারী ইনামুল্লাহকে ২হাজার, কবির স্টোরের স্বত্ত্বাধিকারী কবির হোসেনকে ৬ হাজার টাকা, নজরুল স্টোরের স্বত্ত্বাধিকারী নজরুল ইসলামকে ৫ হাজার ও সেলিনা স্টোরের স্বত্ত্বাধিকারী জাকির হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদেরকে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করে বলে জানা যায়। এছাড়াও তিনি কাঁচা বাজারে যান এবং ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংগ্রহে রাখার নির্দেশ প্রদান করেন।