কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দর্শনা-মুজিবনগর সড়কের চন্দ্রবাস গ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ সন্তানের জননী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড়দিনের ছুটি কাটিয়ে ছেলেকে দর্শনা ট্রেনস্টশনে পৌঁছে দেয়ার জন্য মুজিবনগরের রতনপুর থেকে ভ্যানযোগে রওনা হয় মা ছেলেসহ পরিবারের লোকজন। ভ্যানটি চন্দ্রবাস পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সাথে থাক্কা লাগে। এ সময় রতনপুর গ্রামের ভন্তা মোল্লার স্ত্রী খুকুমনি ভ্যান থেকে ছিটকে গিয়ে রাস্তার ওপরে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। জানা গেছে, গতকাল সন্ধ্যার সময় ধর্মীয় রীতিনীতি মেনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। বড়দিন উৎসবের ভিতর হৃদয় বিদারক এ দুর্ঘটনার জন্য রতনপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।