চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও দলীয় নেতাকর্মীরা। গতকাল সোমবার দিনভর চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এসব ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সংগঠনগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় রেডক্রিসেন্ট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, ডেলিগেট ও কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আব্দুল কাদের ও মাহাবুল ইসলাম সেলিম এবং যুব রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এসময় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সেলিম উদ্দিন খান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, ডা. ফকির মোহাম্মদ, অ্যাড. রফিকুল ইসলাম এবং ডা. নাহিদ ফাতেমা রতœাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার পক্ষ নব-নির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সহ-সভাপতি তানজিলা মিনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাইজার হোসেন জেয়ার্দ্দার শিল্পী, সচিব কানিজ সুলতানা, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি মানিক আকবর, ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা প্রকল্পের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, সদস্য নুরুন্নাহার কাকলি ও শেখ লিটন উপস্থিত ছিলেন।
এছাড়াও শুভেচ্ছা জানিয়েছে সাহিত্য চুয়াডাঙ্গা পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, সাধারণ সম্পাদক নজির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সুমন ইকবাল, অর্থ সম্পাদক রিচার্ড রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসেন মোহাম্মদ ফারুক, শিশু কিশোর বিষয়ক সম্পাদক খন্দকার রাবেয়া খাতুন রাবু, গ্রন্থাগারিক সম্পাদক মেহজাবিন রোজা এবং নির্বাহী সদস্য গোলাম কবীর মুকুল, হোসেন জাকির, সাধারণ সদস্য আশিকুজ্জান আসাদ প্রমুখ।