গাংনী প্রতিনিধি: মেহেরপুর সদর থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলার আসামি হিসেবে গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান এমএ খালেককে গ্রেফতার দেখানো হয়েছে। মেহেরপুর জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে শুক্রবার রাতে গাংনীস্থ নিজ বাস ভবন থেকে গ্রেফতার করেছিলো গাংনী থানা পুলিশ। নাশকতা সৃষ্টির পরিকল্পনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গতকাল শনিবার ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি। এদিকে আদালতের আদেশে গতকালই তাকে মেহেরপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গাংনী থানার পুলিশ জানায়, অন্তর্বর্তী সরকারবিরোধী প্রচার, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতা-কর্মীদের জড়ো করে মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের পরিকল্পনা করছিলেন এম এ খালেক। এ অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা একটি মামলার প্রধান আসামি ছিলেন এম এ খালেক। ওই মামলায় গত ২৪ অক্টোবর র্যাবের হাতে গ্রেফতার হন তিনি। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি এলাকায় ছিলেন।
গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, এম এ খালেক ও তার নেতা-কর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার ও গুজব ছড়িয়ে এলাকায় ত্রাস তৈরি করতে কাজ করছিলেন। সারাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সরকারবিরোধী জনমত তৈরির চেষ্টা করছিলেন তিনি।