গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় করতে গাংনীতে কমিউনিটি মতবিনিময়সভা

গাংনী প্রতিনিধি: গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল করতে মেহেরপুরের গাংনীর ধানখোলা ইউনিয়ন পরিষদে কমিউনিটি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ইউনিয়ন পরিষদে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রমের সুফল নিয়ে ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু। অনুষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন গ্রাম আদালত প্রকল্পের গাংনী উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তার। অনুষ্ঠানে ধানখোলা ইউনিয়নের গ্রাম আদালত কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইউপি সচিব রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের ১২জন মেম্বার ও বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, শিক্ষক, পুরোহিত ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।