গ্রামকে উন্নয়ন ও সমৃদ্ধির কেন্দ্রীয় দর্শন হিসেবে বিবেচনা করা হচ্ছে

চুয়াডাঙ্গায় বিশ্ব বসতি দিবসের আলোচনাসভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুুন্সি আলমগীর হান্নান প্রমুখ। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, আবাসন মানুষের মৌলিক চাহিদার অন্যতম। এর সাথে মানুষের রুচি, সংস্কৃতি, আবহাওয়া, ভৌগলিক অবস্থানসহ নানা উপাদান জড়িত থাকে। তাই আবাসন মানুষের আকাক্সক্ষার সঙ্গে মানানসই, আধুনিক ও বিজ্ঞানসম্মত হওয়া আবশ্যক। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও গ্রামকে উন্নয়ন ও সমৃদ্ধির কেন্দ্রীয় দর্শন হিসেবে বিবেচনা করা হচ্ছে। গ্রামে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে শতভাগ বিদ্যুতায়ন, গ্রামে পাকা সড়ক নির্মাণ, রেল সংযোগ বৃদ্ধি, ভূমির পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণে ডিজিটাল ল্যান্ড জোনিং, কৃষি ও আবাসনের জমির মধ্যে সামঞ্জস্য রক্ষার উদ্দেশ্যে শহরগুলোর জন্য মাস্টারপ্ল্যান প্রস্তুত করাসহ বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বেলা চার টার সময় বিশ্ব বসতি দিবস ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বেলা ৪টার সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. আব্দুল ছাত্তার. জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ শামীম রেজা, জীবননগর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা লতিকা ইয়াসমিন, জীবননগর উপজেলা ইন্সপেক্টর মো. জামাল হোসেন, জীবননগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওবায়দুল ইসলাম, জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার মো. জাকির উদ্দিন মোড়ল, জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

Comments (0)
Add Comment