গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জীবন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে সন্ত্রাস বিরোধী দমন আইনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জীবন আকবরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জীবন আকবর শিশিরপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, গত বছরের ৩০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে মোমবাতি প্রজ্জলন করতে যায়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের সাবেক সেনা সদস্য জুলফিকার আলির ছেলে রেজানুল হক ইমন বাদী হয়ে ছাত্রলীগ নেতা তন্ময়কে এক নম্বর, গাংনী উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনকে ২নম্বর, জীবন আকবরকে তিন নম্বর আসামি করে ৩৭জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-গাংনী পৌরসভার সাবেক মেয়র আহম্মেদ আলী, আশরাফুল ইসলাম, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, বামন্দী ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুর রহমান কোমল, যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, ছাত্রলীগের গাংনী উপজেলা শাখার সম্পাদক অনিক আহমেদ। মামলার তদন্ত কর্মকর্তা গাংনী থানার এসআই অঙ্কুশ কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা পরিষদ চত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি জীবন আকবরকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে।