গাংনী প্রতিনিধি: মেহেরপুরে গাংনীর সাহারবাটিতে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণেরর ঘটনার মামলায় একপক্ষের ২১ আসামি মেহেরপুর আদালতে গতকাল রোববার আত্মসমর্পণ করেছেন। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রাফিয়া সূলতানা আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। অপরপক্ষের একজন গ্রেফতার হয়ে জামিন পেলেও বাকি আসামিরা আত্মগোপনে রয়েছে।
মামলাসূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল সকালে মেহেরপুর জেলা ছাত্রলীগ সহসভাপতি সাহারবাটি গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম টুটুল ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান গোলাম ফারুকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণ হয়। সংঘর্ষে উভয়পক্ষের চারজন আহত হয়। ওইদিনই গাংনী থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে উভয়পক্ষ। ইউপি চেয়ারম্যানের পক্ষে হাফিজুর রহমান বাদী হয়ে ২৬ জনকে এবং অপরপক্ষে রাকিবুল ইসলাম টুটুল বাদী হয়ে ২৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।