গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে অভিযান চালিয়ে ওয়াসিম ওরফে মাগরিব নামের এক মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। ওয়াসিম ওরফে মাগরিব (৪৮) করমদি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
যৌথ বাহিনী সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের মেজর ফারহান ও ক্যাপ্টেন রিফাত এবং র্যাব-১২ গাংনী ক্যাম্প ইনচার্জ এএসপি এনামুল হকের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে করমদি গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মাগরিবকে আটক করতে সক্ষম হন যৌথ বাহিনীর সদস্যরা। তার জবানবন্দী অনুযায়ী ওই রাতেই কুষ্টিয়ার মিরপুর উপলোর ফুলবাড়ীয়া এলাকায় আবারও অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন তারা। বিক্রির উদ্দেশ্যে ২ কেজি গাঁজা মাগরিব সেখানে রেখেছিল।
গতকাল বুধবার মাগরিবের নামে মামলা দায়ের পূর্বক তাকে কুষ্টিয়ার মিরপুর থানায় সোপর্দ করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।