গাংনীতে ৪টি ইটভাটায় অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায়

গাংনী প্রতিনিধি: উচ্চাদালতের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে মেহেরপুর জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে গাংনীর ৪টি ইটভাটা থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ জরিমানা আদায় করেন। একইসাথে অর্থ দ-িত ৪টি ইটভাটা বন্ধের ঘোষণা দিয়ে ব্যানার টাঙিয়ে দেয়া হয়। জানা গেছে, জেলা প্রশাসন ও পরিবশে অধিদপ্তরের যৌথ অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করেন। অভিযানে গাংনী উপজেলার ওলিনগর, গাড়াডোব, রামনগর এলাকার ইটভাটার কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই অবৈধ পন্থায় ইট প্রস্তুত ও বিক্রি করার অপরাধে এসব ইটভাটা মালিকের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।