গাংনীতে স্ত্রীর দায়ের করা পর্ণগ্রাফি মামলায় স্বামী গ্রেফতার

স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

গাংনী প্রতিনিধি: স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে স্বামী উপহার মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ঢাকায় আত্মগোপনে থাকা অবস্থায় র‌্যাবের সহায়তায় গাংনী থানা পুলিশ রোববার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার উপহার মিয়া গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ক্লাবপাড়ার হকাজ্জেল হোসেনের ছেলে। স্ত্রীর দায়ের করা পর্ণগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপহার মিয়া ও তার স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তগুলো উপহার মিয়া বিভিন্ন সময়ে মোবাইলে ধারণ করে রাখে। কিছুদিন পর স্ত্রীকে সেই ভিডিও দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়া ও তালাক দেয়ার হুমিক দেয় স্ত্রীকে। বেশ কিছুদিন হুমকির পর স্ত্রীর পক্ষ থেকে টাকা দেয়া না হলে উপহার মিয়া ক্ষিপ্ত হয়ে যায়। সেই ভিডিও স্ত্রীর আত্মীয় স্বজনদের ম্যাসেঞ্জারে দেয়া হয়। স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকলেও তখন তাদের মাঝে দূরত্ব বিরাজ করছিল। স্বামীকে কোনভাবে নিবৃত্ত করতে না পেরে মামলা করেন স্ত্রী। চলতি বছরে তার স্ত্রী পর্ণগ্রাফি আইন ২০১২ এর ৮(১) (২) (৩) (৭) ধারায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ঢাকার আশুলিয়ায় একটি কোম্পানীতে গোপনে কাজ শুরু করে উপহার মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Comments (0)
Add Comment