গাংনীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন অসাধু পোষাক বিক্রেতাদের প্রতি সতর্কতা

গাংনী প্রতনিধি: ভোক্তা অধিকার বাস্তবায়নে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার আহ্বানের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে দিবসটি পালনে গতকাল শনিবার সকালে র‌্যালি ও আলোচনাসভা করা হয়। টেকই জীবনযাত্রায় ন্যায্য রুপান্তর- এই প্রতিবাদে গাংনী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে র‌্যালিটি শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, ক্যাব মেহেরপর জেলা শাখা সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, ক্যাব উপদেষ্টা আবু সায়েম পল্টু, গাংনী শাখা সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা ও সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ ক্যাব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রমজানের সার্বিক বাজার চিত্র ও মনিটরিং বিষয়ে সন্তোষ প্রকাশ করা হলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করতে সংস্থাটির পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি জানানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনকে যুগান্তকারী ভোক্তাবান্ধব আইন হিসেবে উল্লেখ করে তা বাস্তবায়নের তাগিদ দেয়া হয়। অনুষ্ঠানে ঈদ মার্কেটে পোষাকের অতিরিক্ত দর নেয়ার বিষয়ে অসাধু পোষাক বিক্রেতাদের বিষয়ে অভিযোগ করেন ক্যাব প্রতিনিধিরা। বাজারে বিভিন্ন পণ্য মূল্য প্রদর্শণ, ক্রয়-বিক্রয় দরে ক্রেতাদের জানার সুযোগ থাকলেও পোষাক ও কসমেটিক্সের বিষয়ে ক্রেতাদের সুযোগ কম। এতে কিছু অসাধু ব্যবসায়ী যাচ্ছেতাই দামে ক্রেতা ভোক্তার পকেট কাটছে বলেও অভিযোগ করেন বক্তারা। উপরোক্ত বিষয়ে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, পোষাকের দোকানগুলোতে ক্রয়-বিক্রয় দর ক্রেতাদের জানার সুযোগ থাকতে হবে। যদি কেউ কেনা দামের চেয়ে অতিরিক্ত মূল্যে পোষাক ও কসমেটিক্স বিক্রি করেন তাহলে কঠোরভাবে তা দমন করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।