গাংনীতে পরকীয়ায় প্রাণ দিলো প্রবাসীর স্ত্রী

 

গাংনী প্রতিনিধি: বাড়িতে পরকীয়া প্রেমিকের অবাধে আসা-যাওয়া মেনে নিতে পারেননি পরিবার। আর সেই অভিযানে আত্মহননের পথ বেছে নিয়েছে বিথি খাতুন (২৫) নামের এক গৃহবধু। মেয়ে ও প্রবাসী স্বামীর কথা চিন্তা না করে পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হওয়ায় এলাকায় চলছে সমালোচনার ঝড়। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে। বিথি খাতুন হিন্দা গ্রামের দুবাই প্রবাসী সুমন হোসেনের স্ত্রী একই গ্রামের সৌদি প্রবাসী শরিফুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হিন্দা গ্রামের ভিটাপাড়ায় পিতার বাড়িতে ঘাস মারা বিষপান করে বিথি। তাকে উদ্ধার করে প্রথমে গাংনী ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় বিকেল ৫টার দিকে বিথি খাতুনের মৃত্যু হয়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনা হচ্ছে বলে জানান তার স্বজনরা। জানা গেছে, হিন্দা গ্রামের তুষার নামের এক প্রবাসীর সাথে বিথির পরকীয়া প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। কয়েকদিন আগে তুষার বিদেশ থেকে বাড়ি ফিরে বিথিদের বাড়িতে অবাধে যাতায়াত শুরু করে। গ্রামের মানুষের মুখে মুখে রটে যায় তুষারের সাথে বিথির বিয়ে হয়ে গেছে। অবশ্য তুষারও বিবাহিত। তবে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে তুষারের যাতায়াতের বিষয়টি মেনে নেয়নি বিথির মা বাবা। অন্যদিকে স্বামী ও সন্তানকে ফাঁকি দেয়ার বিষয়টি নিয়েও গ্রামের মানুষের মাঝে তুমুল সমালোচনা শুরু হয়। এসবের জের ধরেই সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন অনেকে। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে।

Comments (0)
Add Comment