গাংনীতে ট্রাকভর্তি ফেন্সিডিল-গাঁজাসহ তিন জন গ্রেফতার

গাংনী প্রতিনিধি: বালু বহনের কাজে নিয়োজিত ড্রাম ট্রাক কৌশলে মাদক বহন করতে গিয়ে ফেঁসে গেছেন তিন জন। ৬৩৯ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ এ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।  গতকাল বুধবার ভোর রাতে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা সেন্টারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাংনী থানা পুলিশের একটি দল। গ্রেফতার তিন জনই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। এরা হচ্ছে- গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের সায়েদ আলীর ছেলে সাব্বির (১৯), একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে রানা (২০) ও কাজিপুর বুড়িপোতা পাড়ার মিয়াজি’র ছেলে দুঃখু মিয়া (২০)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, কাজিপুর সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের গন্তব্যে বালু বহনকৃত ড্রাম ট্রাকযোগে ফেনসিডিল ও গাঁজ নিয়ে যাওয়া হচ্ছিলো। বিষয়টি টের পেয়ে পুলিশের একাধিক দল সাবেহনগর মোড় থেকে বামন্দী বাজার পর্যন্ত অবস্থান নিয়ে ট্রাকটিকে আটকের চেষ্টা করে। এক পর্যায়ে হাড়াভাঙ্গা সেন্টারপাড়া এলাকা থেকে ট্রাকটি আটক ও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ট্রাক থেকে ফেনসিডিল ও গাঁজ উদ্ধারের ঘটনায় তাদের নামে মামলা দায়ের করা হয়। ফেনসিডিলের উৎস ও গন্তব্য নিয়ে তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, এর সাথে আরো যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করা হবে। গ্রেফতার তিনজনকে মাদক মামলায় মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Comments (0)
Add Comment