গাংনী প্রতিনিধি: টিফিনের টাকা বাঁচিয়ে অসহায় দরিদ্র ও মেধাবি ছাত্র-ছাত্রীদের সহযোগিতার ব্রত নিয়ে শুরু হওয়া কার্যক্রম আজ চার বছর পূর্ণ করেছে। এর মধ্য দিয়ে সমাজের মানুষের কাছে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এক আস্থার জায়গা তৈরী করতে সক্ষম হয়েছে ‘কিশোরের ডাক’ সদস্যবৃন্দ। তাই তো ভালো কিছু করার দায়িত্ব নেয়া এই সংগঠনের মঙ্গল কামনায় শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গতকাল শনিবার চৌগাছা মডেল মাদরাসায় কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
‘কিশোরের ডাক’ সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মাজেদুল হক মানিক। বিশেষ অতিথি ছিলেন তরুণ উদ্যেক্তা স¤্রাট বিশ^াস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়াজ কুরুনি জামিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ।
বিভিন্ন এতিমখানায় শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র ও অসহায় মানুষকে বস্ত্রসহ আর্থিক সহযোগিতা ও সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নানা সহযোগিতা করে আসছে সংগঠনটি। কিছু মানুষ স্বল্প পরিসরে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। সমাজের বিত্তবান অন্যান্য মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা বৃদ্ধি পেলে মহতি এ কার্যক্রম চালু রাখা যাবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।