গাংনী প্রতিনিধি: গাংনী হাসপাতালের পাশের সড়ক থেকে কলেজ ছাত্রীর মোবাইল ছিনতাই হয়েছে। গতকাল রোববার সকালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী কলেজ ছাত্রী জানান, তার বোনের সাথে হাসপাতালের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটর সাইকেলে আসা অজ্ঞাত দুই যুবক তাদের পথরোধ করে। কলেজ ছাত্রীদের কাছে তারা প্রি-ক্যাডেট স্কুলের ঠিকানা জিজ্ঞাসা করেন। ঠিকানা সম্পর্কে বলার এক পর্যায়ে কলেজ ছাত্রীর হাতে থাকা একটি রিয়েলমি মোবাইলফোন ছিনিয়ে নেয় দুই যুবক। তারা চিৎকার করার আগেই মোটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে সটকে পড়ে ছদ্মবেশী ছিনতাইকারীরা। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন কলেজছাত্রী।
গাংনী থানার ডিউটি অফিসার নুরুন নবী জানান, অভিযোগের প্রেক্ষিতে আমরা মোবাইলফোন উদ্ধার এবং ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা করছি।