গাংনী প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এ লটারি পর্বের উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মনসুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী আলীমুল রেজা। ২টি প্যাকেজে ১৬০জন আবেদন করেন ও যাচাই বাছাই করে ১৫০টি প্রতিষ্ঠানকে বৈধ ঘোষণা করা হয়। প্রতি প্যাকেজে ৩টি লটারি অনুষ্ঠিত হয়। প্রথম প্যাকেজে মেসার্স সায়মুন এন্টারপ্রাইজ, মেসার্স বাপ্তি ট্রেডার্স ও মেসার্স এম এ কন্সট্রাকশন লটারিতে বিজয়ী হয়। দ্বিতীয় প্যাকেজে মেসার্স আকাশ এন্টারপ্রাইজ, মেসার্স মাহিন কন্সট্রাকশন ও মেসার্স ইমন এন্টারপ্রাইজ লটারির মাধ্যমে বিজয়ী হয়। প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ১নং প্যাকেজে ধানখোলা ইউনিয়নে ৭৩,৭৬,৭০০ টাকা ও দ্বিতীয় প্যাকেজে মটমুড়া ইউনিয়নে ৪২,৪১,৪০০ টাকার কাজ বরাদ্দ হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, সাংবাদিক ও ঠিকাদারদের উপস্থিতিতে এ লটারি পর্ব অনুষ্ঠিত হয়।