গাঁজাসহ র‌্যাব’র হাতে আটক জীবননগর এলাকার নজরুল

স্টাফ রিপোর্টার: জীবননগর উপজেলার বেনীপুর মাঠপাড়ার নজরুল ইসলাম (৫০) গাঁজাসহ র‌্যাব’র হাতে ধরাপড়েছে। মঙ্গলবার দুপুরে তাকে জীবননগর গাঙ্গাদাসপুর পশ্চিমপাড়ার একটি দোকানের সামনে থেকে ৯শ গ্রাম গাঁজাসহ ঝিনাইদহস্থ র‌্যাব-৬ এর একটি চৌকস দল আটক করে।

র‌্যাব জানিয়েছে, র‌্যাব-৬ এর ঝিনাইদহ সিপিসি-২ এর একটি চৌকস অভিযানিদল গোপন সঙবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর পশ্চিমপাড়ার জামে মসজিদের নিকটস্থ একটি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় গাঁজাসহ ধরাপড়ে নজরুল ইসলাম (৫০।। আটক নজরুল ইসলাম বেনীপুর মাঠপাড়ার মৃত শুকুর আলী মণ্ডলের ছেলে। তাকে মঙ্গলবারেই জীবননগর থানায় মামলাসহ হস্তান্তরের প্রক্রিয়া করা হয়।

 

 

Comments (0)
Add Comment