কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ চারুলিয়া গ্রামের জাকির হোসেন (৪৫) ওরফে জেকের আটক হয়েছে।
পুলিশসুত্রে জানাগেছে, রবিবার দিনগত রাত সাড়ে ৪ টার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের নির্দেশে চারুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই ফরিদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় চারুলিয়া – হেমায়েতপুর পাকা রাস্তায়। এসময় চারুলিয়া গ্রামের মৃত রবিউল ইসশামের ছেলে জাকির হোসেন ওরফে জেকের’র কাছে থাকা ১শত গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ সদস্যরা। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি জানান, চারুলিয়ায় গাঁজাসহ জেকের নামের একজন আটক হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা হয়েছে।