স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল গণতন্ত্রপন্থীর মুক্তি, ১০ দফা দাবি আদায় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে, তেল, গ্যাস, বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৩ খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে গতকাল বেলা ১১টায় দলীয় কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে যৌথসভা অনুষ্ঠিত হয়। যৌথসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আসাদুজ্জামান। যৌথসভায় প্রধান অতিথি বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ নানা অপকৌশলে করে যাচ্ছে, খুব স্পষ্ট করে বলে দিতে চাই, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের কোন নীলনকশা সফল হবে না। আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রীরা যতই উন্নয়নের কথা বলুক, দেশ অন্তঃসারশূন্য হয়ে গেছে। তিনি বলেন, গত ১৪ বছরে আওয়ামী লীগ শত চেষ্টা করেও বিএনপিতে ভাঙন ধরাতে পারেনি। আগের চেয়ে ও বিএনপির মেরুদ- আরও বেশি শক্তিশালী হয়েছে। তিনি খুলনার সমাবেশকে সফল করতে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় যৌথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, খাজা আবুল হাসনাত, জেলা বিএনপির সদস্য ও মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা, চুয়াডাঙ্গা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার বাবলু, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন খান খোকন, মো. শাহজাহান কবীর, আবু বকর সিদ্দিক আবু, জেলা বিএনপির সদস্য ও জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোকাররম হোসেন, জেলা বিএনপির সদস্য মাহাতাব উদ্দিন চুন্নু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু, জেলা বিএনপির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান বুলেট, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মো. শাহজাহান, আবুল কালাম আজাদ চেয়ারম্যান, ছালমা জাহান পারুল, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, আবুল হোসেন তোয়া, নুর নবী ছামদানী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. তবারক হোসেন চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা ও জেলা ওলামা দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন। যৌথসভার সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, যতো নির্যাতন করা হোক না কেন চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে আমরা পিছুপা হবো না। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি পরিবার ঐক্যবদ্ধ আছে। দুর্নীতিবাজ ভোটচোরদের সাথে কোন আপস নয়। খুলনার সমাবেশ যেকোনো মূল্যে সফল করতে হবে বলে তিনি তাগিদ দেন।