কোটচাঁদপুরে র‌্যাব-৬’র অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কোটচাঁদপুর র‌্যাবের অভিযানে ৫১০ বোতর ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীদের আটক করেছে র‌্যাব-৬। গতকাল সোমবার সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পবোহাটি গ্রামের দিলিপ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস (২৮), হাটগোপালপুর গ্রামের মনির হোসেনের ছেলে আকরাম হোসেন (২৪) উভয় থানা ঝিনাইদহ সদর। মৃত জমশেদ শেখের ছেলে মুনছুর আলী (৫৫), মুনছুর আলীর ছেলে রমজান আলী (২৬) উভয় গ্রাম সুলতানপুর থানা-দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল কোটচাঁদপুর থানাধীন বেনেপাড়া এলাকায় কতিপয় ব্যক্তিরা মাদক ক্রয়-বিক্রির জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের সেখান থেকে মাদকসহ ৪জনকে আটক করে। এ সময় ৫১০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা ১৪টি সিমকার্ড ৮টি মোবাইলসহ নগদ ২ হাজার ৫শ ৭০ টাকা উদ্ধার করা হয়।

Comments (0)
Add Comment