কোটচাঁদপুরে প্রেমিকাকে না পেয়ে প্রেমিকের আত্মহত্যা

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে সাইমন হোসেন ১৬ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত পরশু শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। সে ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে। জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের দশম শ্রেণির স্কুলছাত্র সাইমন এর সাথে পার্শ্ববর্তী ওয়াড়িয়া গ্রামের সানার হোসেনের মেয়ে রুবিনা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। একপর্যায়ে বিয়ে দেয়ার কথা বলে সাইমনের বাবা রুবিনার পরিবারের কাছে আরওয়ান মোটরসাইকেলের দাবি করেন। সেই ক্ষোভে পিতার ওপর অভিমান করে শনিবার রাতে নিজের শোবার ঘরে গলায় ফাঁস দেন। গতকাল রোবাবর সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেন। এরপর তার সাড়া শব্দ না পেলে জানালা দিয়ে দেখতে পান তার মৃত দেহ ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।