কেরুজ শ্রমিক নেতৃবৃন্দের সাথে মিলের এমডির বৈঠকে নির্বাচন সাময়িক স্থগিত

রূপমকে বদলি প্রত্যাহার না হওয়া পর্যন্ত হচ্ছে না ভোট

দর্শনা অফিস: আগামী ১৬ ফেব্রুয়ারি কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয় গত ২৫ জানুয়ারির সাধারণসভা থেকে। গত পরশু ৬ ফেব্রুয়ারি বিকালে নির্বাচনি তফসিল ঘোষণার দিন ছিলো। ওই দিনই দুপুর ২টার দিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সনাল হামিদুল ইসলাম স্বাক্ষরিত পত্র কেরুজ এমডির কাছে ই-মেইলে পৌঁছায়। ওই পত্রে উল্লেখ করা হয় পার্বতিপুর বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ সৌমিক হাসান রূপমকে বদলি করে বন্ধ পঞ্চগড় চিনিকলের জ্যেষ্ঠ করণিক (প্রশাসনে) ও যশোর বন্ডেড ওয়ার হাউজের সহকারী ইনচার্জ রাশিদুল হককে পার্বতিপুর বন্ডেড ওয়ার হাউজে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। এ খবর কেরুজ চিনিকল এলাকায় ছড়িয়ে পড়লে ফুসে ওঠে শ্রমিক-কর্মচারীরা। শুরু হয় বিক্ষোভ মিছিল। চিনিকলের প্রধান ফটকের সামনে কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করে বিক্ষাভকারীরা। দুপুর ২টার পর থেকে চিনি কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই বন্ধ করে দেয় আখ মাড়াই কার্যক্রম। মূর্হুমূ সেøাগানে উত্তপ্ত হয়ে ওঠে মিল আঙিনা। দলমত নির্বিশেষে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ পৌঁছান ঘটনাস্থলে। রাত সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষোভকারীরা অবস্থান নেন মিলের জেনারেল অফিসের সামনে। ব্যবস্থাপনা পরিচালক অবরুদ্ধ হয়ে পড়েন। ওই রাতেই চুয়াডাঙ্গা সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছান। বৈঠক করেন ব্যবস্থাপনা পর্ষদের সাথে। পরে সেনাবাহিনীর আশ্বাসে রোববার বিকেল ৫টা পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়। নির্বাচনের ঠিক ৯দিন আগে এবারের নির্বাচনে শক্তিশালি সাধারণ সম্পাদক প্রার্থী সৌমিক হাসান রূপমকে বন্ধ পঞ্চগড় চিনিকলে বদলি ঘটনায় কোনো ভাবে থামছেনা উত্তেজনা। বদলি আদেশ প্রত্যাহারে ঐক্যবদ্ধ হয়ে মাঠে রয়েছে শ্রমিক-কর্মচারীরা। কেরুজ শ্রমিক রূপমকে বদলি ঘটনায় তোলপাড় থামেনি শ্রমিক-কর্মচারীদের মধ্যে। উত্তেজিত পরিবেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে শান্ত হলেও ঘরে ফিরেনি আন্দোলনকারীরা। জটিল এ পরিবেশে ভোট পেছানোর জন্য কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বৈঠক করেছেন শ্রমিক নেতৃবৃন্দের সাথে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শ্রমিক নেতৃবৃন্দ ও নির্বাচন পরিচালনা কমিটির সাথে ব্যবস্থাপনা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে কেরুজ অতিথি ভবনে। এ বৈঠকে মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, সৌমিক হাসান রূপমের বদলি আদেশ প্রত্যাহারের জন্য আমি সর্বাত্বক চেষ্টা অব্যাহত রেখেছি। দফায় দফায় কথা বলছি করেপারেশনের চেয়ারম্যান মহদোয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। আপনাদের দাবি পূরণে আমার আন্তরিকতার চুল পরিমাণ ঘাটতি নেই। আমার পাশাপাশি আপনাদের সহযোগিতা পেলে এ দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। উপস্থিত ছিলেন, চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) সুমন সাহা, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক গালিব, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) রাজিবুল হাসান, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া। আলোচনা করেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মিলের মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, সদস্য সচিব, চিনিকলের প্রকৌশলী (পরিবহন) আবু সাঈদ, সদস্য উপ-ব্যবস্থাপক (পার্সনাল) আল আমিন, উপ-ব্যবস্থাপক (হিসাব) শেখ জাবেদ হাসান ও সহকারি ব্যবস্থাপক (বানিজ্যিক) ডিস্টিলারি, জহির উদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক প্রার্থী জয়নাল আবেদীন নফর, বর্তমান পরিষদের সহ-সভাপতি মফিজুল ইসলাম, রেজাউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ম-সম্পাদক খবির উদ্দিন, সহ-সভাপতি প্রার্থী এসএম কবির, সাংবাদিক ইয়াসির আরাফাত মিলন, শ্রমিক নেতা ইসমাইল হোসেন, আবু সাঈদ, মাজেদুল হক ডাবলু প্রমুখ। এ সময় সকলের সম্মতিক্রমে নির্বাচন সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রূপমের বদলি আদেশ প্রত্যাহারের পর পুনরায় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করবে নির্বাচন পরিচালনা পর্ষদ।