স্টাফ রিপোটার: কেরুজ যশোর বন্ডেড ওয়ার হাউজের আলোচিত ইনচার্জ, আওয়ামী লীগ নেতা দাউদ আলী নিজের অপকর্ম ঢাকতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সাংবাদিকের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে পার পেতে শুরু করেছেন দৌঁড়ঝাপ। তবে দেখার অপেক্ষা শেষ রক্ষা হয় কি-না অবৈধ টাকার জোরে। কেরুজ যশোর বন্ডেড ওয়ার হাউজের আলোচিত ইনচার্জ দাউদ আলীর বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। দাউদ আলীর অপকর্ম ও দুর্নীতি তথ্য তুলে ধরে দৈনিক মাথাভাঙ্গাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এতেই তেলে বেগুনে জ্বলতে শুরু করেছেন দাউদ আলী। মাছ না পেয়ে ছিপে কামড়ে ধরার অপচেষ্টায় মাঠে নেমেছেন তিনি। অবৈধ টাকার জোরে দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিককে নানাভাবে হামলা-মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বিভিন্নভাবে। সেই সাথে দম্ভের সাথে বলে বেড়াচ্ছেন আমার বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি কোনো লাভ নেই। জায়গা মতো মোটা অংকের অর্থ কড়ি ঢেলেছি। তাই আমি বহাল তবিয়তেই থাকবো। তবে দেখো নেবো সাংবাদিক হারুন রাজুকে। এরই মধ্যে দাউদ আলী সাংবাদিক হারুন রাজুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করেছেন। দৈনিক মাথাভাঙ্গায় তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশের পর অপপ্রচার করছেন ৫০ হাজার টাকা চাঁদা দাবির। দাউদ আলীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের সংবাদ প্রকাশের পরও কেরুজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন তিনি। অভিযুক্ত দাউদ আলীর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি উঠেছে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রের কাছে।