দর্শনা অফিস: কেরুজ উচ্চ বিদ্যালয়ে দুদিন ব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৫৩ তম এ প্রতিযোগিতা গতকাল সোমবার সকাল ৯টার দিকে উদ্বোধনকালে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন খুবই জরুরি। তাতে আজকের প্রজন্ম সৃজনশীল, সাহসী ও উদ্যোমী হয়ে গড়ে উঠবে। খেলাধুলার মাধ্যমে বজায় থাকে শারীরিক সুস্থতা ও সাংস্কৃতি ঘটায় চিত্তের বিকাশ। খেলাধুলা একদিকে যেমন মননশীলতার বিকাশ ঘটায়, তেমনি খুঁজে বের করে লুকায়িত সুপ্ত প্রতিভা। সব সময় মনে রাখতে হবে শ্রেষ্ঠত্ব অর্জন ও সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করবে প্রতিযোগিতামূলক পড়ালেখা ও খেলাধুলা। অতিথির বক্তব্যে কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সহধর্মীনি ফারজানা সিদ্দিকা রুবা বলেন, বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষার আলোকে গড়ে তুলতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সবধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ জরুরী। কারণ মেয়েরা আজ পিছিয়ে নেই, তারা সর্বক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন সাহা, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক গালিব, ডিজিএম সম্প্রসারণ মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) আল-আমিন, নুরুল হাসান, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম। শিক্ষক রাসেল আহমেদ শাওন ও ফারুক আহমেদের প্রাণবন্ত উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক রাসেদুজ্জামান, রমজান আলী, ¯েœহময় বশাক, হাবিবুর রহমান, আ. মালেক, আশাদুল হক মোহাম্মদ আলী, শহিদুর রহমান, শিরিনা আক্তার, রেহেনা বানু, মো. রাসেদ, আসমা খাতুন, নাছিমা খাতুন ও মনজু রানি ঘোষ। অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন রাসেল আহমেদ শাওন, ফারুক আহমেদ, ফারাহ দিবা জেসমিন, রেহেনা আরজু, তানিয়া খাতুন ও রিমি খাতুন।