কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও কোনো অভিযোগ ছিলো না

চুয়াডাঙ্গায় সুষ্ঠু ও শান্তপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দুটি আসনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। দুপুর ১২টা পর্যন্ত একাধিক ভোট কেন্দ্রে খবর নিয়ে জানা যায়, ২০ থেকে ৪০ ভাগ ভোট পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত, র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার চাঁদরে যেন মোড়ানো ছিলো নির্বাচনি এলাকা।
চুয়াডাঙ্গা-১ নির্বাচনি এলাকার বেশ কিছু কেন্দ্রে খবর নিয়ে এমনই চিত্র পাওয়া গেছে। সকাল ৯টায় চুয়াডাঙ্গা শহরের রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় কোনো লাইন নেই। দু-একজন করে এসে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল সাড়ে ৯টার দিকে কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টার পর ভোটারদের উপস্থিতি বাড়ে। সেখানে লাইন দিয়ে পুরুষদের ভোট দিতে দেখা যায়। বেলা ১১টার দিকে শহরের রাহেলা খাতুন গার্লস একাডেমি কেন্দ্রে স্ত্রী সবিতা কুমার আগরওয়ালাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা। কেন্দ্রের বাইরে নৌকার কতিপয় কর্মী-সমর্থক তাকে দেখে নৌকার পক্ষে সেøাগান দিতে থাকলে ক্ষুব্ধ হয়ে ওঠেন দিলীপ। এ সময় তিনি অভিযোগ করেন চুয়াডাঙ্গায় সুষ্ঠুভোটের পরিবেশ নেই। এখানে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যর্থ। সদর উপজেলার মালিক আবদুল বারী মাধ্যমিক বিদ্যালয়, বহালগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আলমডাঙ্গা উপজেলার ডা. মোকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ একাডেমি, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ও বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলেছে। সকাল ৮টা থেকে ৩৫৪টি ভোটকেন্দ্রে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৪টার সময় শেষ হয়।
চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি সকালে ভোট দেন শহরের একাডেমি স্কুলে। চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগর এমপি সকালে দর্শনা সরকারি কলেজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। অন্যান্য প্রার্থীরা নিজেদের স্ব-স্ব এলাকায় ভোট প্রদান করেছে। দলীয় সরকারের অধীনে এই নির্বাচন ঘিরে সবধরনের উদ্বেগ উৎকণ্ঠাকে ছাপিয়ে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। কুয়াশা ভেদ করে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জেলার দু’টি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন। চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৩টি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, পিপিএম-সেবা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটারবান্ধব পরিবেশ গড়ে তুলতে মাঠে কাজ করেছে সেনা ও বিজিবির স্ট্রাইকিং ফোর্সসহ চার স্তর বিশিষ্ট নিরাপত্তা। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন। ভোট গ্রহণ শুরুর পর থেকে শেষ পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণের মধ্যদিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।