কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের ২ যুবক নিহত

মেহেরপুর অফিস: কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে ফেরার পথে মেহেরপুরের ২ যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহতরা হলেন সদর উপজেলার বাড়িবাকা গ্রামের আসিফ ও শহরের গোরস্থান পাড়ার টিটু। শুক্রবার ভোরে মাদারিপুরের একটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ মেহেরপুর হোটেল বাজারের নবিছদ্দিন ওরফে ফকিরের মুদি দোকানের কর্মচারী ও বাড়িবাকা গ্রামের নিজাম উদ্দিনের ছোট ছেলে এবং টিটু গোরস্থান পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।
জানা গেছে, ঈদের পরদিন আসিফ, টিটুসহ ৮ বন্ধু মিলে ৪টি মোটরসাইকেল যোগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে যায়। সেখান থেকে আজ শুক্রবার ভোরে ফেরার পথে মাদারিপুর জেলার একটি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে । এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে টিটুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Comments (0)
Add Comment