কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে পাঁচিল চাপা পড়ে শিশু রিপার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাঁচিলের গেটের পাশে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপার (৪) কুড়ুলগাছির দুর্গাপুর মসজিদপাড়ার আরাফাতের মেয়ে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের দুর্গাপুর বড় মসজিদপাড়ার আরাফাত পাকানীর মেয়ে রিপা (৪), বাবুর মেয়ে তাবাসুম (৬) ও মনি পাকানের মেয়ে বিলাসী (৫) বাড়ির ভেতরের পাঁচিল সংলগ্ন গেটের পাশে খেলা খেলার সময় দরজা ধরে লেপার সময় ফাটল গেটের একটি অংশ হঠাৎ পড়ে যায় মাটিতে, এ সময় রিপা গেটের পাশে খেলছিলো, ইটের গেট ভেঙে রিপার মাথার ওপর পড়ে এবং সঙ্গে সঙ্গে মাথার মগজ বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় রিপা। বিলাসী এবং তাবাসুম গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। তবে তারা আশঙ্কামুক্ত। শিশু রিপার মৃত্যুতে গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ। গতকালই রাত ৮টার সময় দুর্গাপুর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।