কুষ্টিয়ার মিরপুরে টেলিভিশন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতি খাতুন (১৬) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্টের এ ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইতি খাতুন উপজেলার আমলা ইউনিয়নের কাজী আরিফ সড়কের মৃত আব্দুর রশিদের মেয়ে। ওসি গোলাম মোস্তফা জানান, শনিবার দুপুরে ইতি খাতুন নিজ বাড়িতে টেলিভিশন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।