মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের মেয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্রী পূর্নিমা খাতুন (২১) গত ২৯ মে থেকে নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভব্য সব জায়গায় খোঁজাসহ গতরাত পর্যন্ত তার মোবাইল ফোন খোলা না থাকায় একমাত্র সন্তানের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন পিতা-মাতাসহ আত্মীয় স্বজনরা। এঘটনায় তার পিতা কুদ্দুস মিয়া কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের মেয়ে কুদ্দুস মিয়ার একমাত্র সন্তান পূর্নিমা খাতুন কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স (পদার্থ বিজ্ঞান) প্রথম বর্ষের মেধাবী ছাত্রী। পূর্নিমা খাতুন মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও কুষ্টিয়া পুলিশ লাইন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেন। এরপর পদার্থ বিজ্ঞান বিষয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্রী। তিনি কুষ্টিয়ার মডেল থানাধীন ইবি গলির গোরস্থানপাড়ার শান্তি নিকেতন মেসে থাকতেন। গেল ২৯ মে/২২ তারিখে কুষ্টিয়া থেকে মুজিবনগর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে তিনি নিখোঁজ হন। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভব্য সব জায়গায় খোঁজা হয়েছে। বারবার তার মোবাইল ফোনে ফোন দিয়েও খোলা পাওয়া যাচ্ছে না। তার বাবা জানান- সময় বাড়ার সাথে সাথে বাড়ির মানুষসহ আত্মীয় স্বজনরা উদ্বিঘœ হয়ে পড়ছেন। বারবার মুর্ছা যাচ্ছেন পূর্নিমার মা। পিতা কুদ্দুস মিয়া আরো জানান- তার একমাত্র সন্তান কোন ছেলের সাথে সম্পর্ক করে চলে গেছেন এমন বিশ^াস করেন না। একমাত্র সন্তান হিসেবে পূর্নিমা মা বাবার সাথে খুবই ফ্রি। মেধাবী ছাত্রী হিসেবে তার খেলা-পড়া শেষ করার ইচ্ছা প্রবল। বিয়ে করলেও বাবা-মা তার ইচ্ছের প্রাধান্য দেবেন এমন পতিশ্রুতিও দিয়েছেন। তাই তাদের বিশ^াস মেয়ে কোনভাবে আত্মগোপনে নেই। তবে তার পিতা কুদ্দুস মিয়া বলেন- মুজিবনগরের মোনাখালী গ্রামের মাদক সেবী বন্যা (২১) ও তার খালাতো বোন গাংনীর নওদাপাড়ার শারমিন (২২) তার মেয়েকে অপহরণের নেপথ্যে থাকতে পারে। সম্প্রতি তারা কুষ্টিয়াতে তার মেয়ের কাছে অকারণে যাতাযাত করে বলে তিনি মনে করেন।
এদিকে গতরাতে কুষ্টিয়া মডেল থানার এসআই হাসান জানান- তদন্তভার নিয়ে পূর্নিমাকে উদ্ধারের চেষ্টা চলছে। সর্বশেষ তার মোবাইল ফোনটি বন্ধের রেকর্ড আমরা সংগ্রহ করছি। আশা করি তাকে দ্রুত খুঁজে বের করা সম্ভব হবে।
29th May/ dated 22? Strange!!!!!!!!!!