স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় রেলওয়ে সেতুর স্লিপারে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় মানুষজন আগুনের ধোঁয়া দেখে ৯৯৯-এ ফোন করে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়া শহরের অদূরে গড়াই নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত রেল সেতুটি। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আগুনে রেল লাইনের সংযুক্ত একটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে রেলওয়ের কর্মীরাও ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্ত স্লিপারটি অপসারণ করে নতুন স্লিপার প্রতিস্থাপন করেন। অগ্নিকা-ের সঠিক কারণ জানা যায়নি। প্রচ- দাবদাহেও রেল লাইনের স্লিপারে অগ্নিকা-ের কোনো সুযোগ কিংবা নজির নেই। সিগারেটের আগুন থেকে নিছক দুর্ঘটনা নাকি ঘটনাটি নাশকতামূলক তা ফায়ার সার্ভিস কিংবা রেলওয়ের কর্মকর্তারা জানাতে পারেননি। এ ঘটনায় রেলওয়ে থানায় এজাহার করা হয়েছে। কুমারখালী ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুল হালিম সত্যতা স্বীকার করে জানান, রেল সেতুর স্লিপারের আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা হয়। রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী বিরবল ম-ল জানান, অগ্নিকা-ের প্রকৃত কারণ উদ্ঘাটনে রেলওয়ে থানায় এজাহার করা হয়েছে। পুলিশি তদন্তে প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে।