কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকায় আনিস (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনিস হাউজিং এ ব্লক এলাকার অহেদের ছেলে। গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরবেলা কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকায় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে স্থানীয় লোকজন ও নিহতের বড় ভাই মরদেহটি শনাক্ত করতে সক্ষম হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আনিস নেশাগ্রস্তের কারণে ১০ বছর তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো। গত শুক্রবারেও আনিস হাউজিং এ ব্লক এলাকার মসজিদে তার লিভার এবং কিডনী নষ্টের কথা বলে সাধারণ মানুষের কাছে অর্থের জন্য সাহায্য চেয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার প্রাথমিকভাবে জানিয়েছে, অধিক নেশাগ্রস্ত হবার কারণেই হয়তো আনিসের মৃত্যু হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যাবস্থা নেয়া হবে।